সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলার মাদারীহাট ব্লকেড় টোটোপাড়া বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে বিলুপ্তপ্রায় টোটো জন জাতির বাসস্থান হিসাবে। চিত্তরঞ্জন টোটো মেমোরিয়াল এডুকেশন সেন্টারের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের ট্রাইবাল ডেভেলপমেন্ট বিভাগ এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সহায়তায় মুক্তারাম টোটো মেমোরিয়াল এডুকেশন সেন্টারের মাঠে আয়োজিত হয় দুদিনের টুং টুং কামু উৎসব। বিশ্বের অন্যতম ক্ষুদ্র জনজাতি টোটোদের বর্নময় সংস্কৃতি ও খাদ্যাভ্যাস সহ অন্যান্য বিষয়কে তুলে ধরার লক্ষ্যে এই উৎসব। শুক্রবার উৎসবের উদ্বোধন করেন আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা। শুক্রবার থেকে মঞ্চে টোটো শিল্পী দের নাচ গান পরিবেশন সহ আয়োজিত হয় টোটোদের খাদ্য, তাদের হাতে তৈরি বিভিন্ন হস্ত শিল্পসামগ্রী, বাঁশের তৈরি তাদের বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী।
দুদিনের টুং টুং কামু উৎসব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শেষ হয় শনিবার গভীর রাতে। জেলাশাসক আর বিমলা জানান উৎসবের শেষদিনে টোটোদের তৈরি বাঁশের বাসনে বাঁশের তৈরি বিভিন্ন খাবার পরিবেশন করা হয় অতিথিদের। শনিবার বিকালে জেলাশাসক আর বিমলা অন্যান্য আধিকারিকদের নিয়ে ভারত ভূটান সীমান্য লাগোয়া তিনকুঠি ও সালডারগাঁও পরদর্শনে যান। জেলাশাসক জানান এই দুটি স্থানে দুটি নতুন পর্যটন কেন্দ্র গড়ে তা হবে। মুক্তারাম টোটো মেমোরিয়াল এডুকেশন সেন্টারের শিক্ষক প্রকাশ টোটো জানান এই উৎসবের মধ্য দিয়ে টোটোপাড়াকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। প্রকাশ আরও বলেন নতুন দুটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে ও বিশ্ব পর্যটন মানচিত্রে টোটোপাড়াকে সরকারিভাবে তুলে ধরা সম্ভব হবে।