আমুদরিয়া নিউজ : চলতি মাসের শেষ দিকে ভারত সফরে আসতে পারেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তাঁর স্ত্রী ঊষা ভ্যান্স। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে এটা জেডি ভ্যান্সের দ্বিতীয় সরকারি সফর। ভারতের আগে ভ্যান্স জার্মানি এবং ফ্রান্স সফর করেন। তবে ঊষা ভ্যান্সের জন্য এটা আমেরিকার সেকেন্ড লেডি হিসেবে বা সে দেশের দ্বিতীয় মহিলা হিসেবে প্রথম ভারত সফর হবে। ঊষার বাবা-মা ১৯৮৬ সালে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। ঊষা একজন স্নাতক ও আইনজীবী এবং আমেরিকার সেকেন্ড লেডি হিসেবে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলাও।
ঘটনা হল, জেডি ভ্যান্সের ভারত সফর এমন এক সময়ে হচ্ছে, যখন বাণিজ্য শুল্ক নিয়ে আমেরিকা নানা কথা বলে চলেছে। ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ভারতের বিরুদ্ধে চড়া হারে শুল্ক চাপানোর অভিযোগ করেছেন। তিনি সম্প্রতি ঘোষণা করেছেন যে ভারত তার শুল্ক কমাতে সম্মত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার জানিয়েছে যে তারা আমদানি শুল্ক কমাতে প্রতিশ্রুতিবদ্ধ নয়।
এই অবস্থায় আমেরিকার গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ডও ১৬ এবং ১৭ মার্চ নয়াদিল্লিতে নানা দেশের গোয়েন্দা প্রধানদের বার্ষিক বৈঠকে যোগ দিতে ভারত সফরে আসছেন।

চলতি মাসেই ভারত সফরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা
Leave a Comment