আমুদরিয়া নিউজ : ভাল করে সত্য়তা খতিয়ে না দেখে কখনও খবর করা উচিত নয়। এটাই ফের প্রমাণ হল নদিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনায়। সেখানে এক অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরানোর ভিডিও ভাইরাল হয়েছিল। তার জেরে তাঁকে ছুটিতে পাঠানো হয়। একাধিক সংবাদ মাধ্যমে তা নিয়ে খবর হয়। কিন্তু, অধ্যাপিকা জানিয়ে দিয়েছে, তিনি একটি প্রজেক্টের আওতায় নাটকে অংশ নেন। সেখানে ওই দৃশ্য ছিল।
সেই দৃশ্যের ভিডিও একজন সতীর্থ তুলে ভাইরাল করে দেন। তাঁর অভিযোগ, ওই সহকর্মী তাঁকে সরিয়ে বিভাগীয় প্রধান পদে বসতে চান। অধ্যাপিকা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন।