আমুদরিয়া নিউজ : মুর্শিদাবাদের কান্দি গ্রামপঞ্চায়েত থেকে অনুদান দেওয়া হলো গ্রামের ২৭ টি পুজো কমিটিকে। অনুদানে ৫০০০ টাকা করে দেওয়া হয়েছে। গ্রামের সকল মানুষদের পক্ষে চাদা দেওয়া সম্ভব নয় অনেকের ক্ষেত্রে এটি একটি আর্থিক চাপও বটে। তাই অর্থনৈতিক কারণে পুজোর আড়ম্বর যাতে নস্ট না হয় তাই কান্দি গ্রামপঞ্চায়েতের এমন উদ্যোগ।
