আমুদরিয়া নিউজ : ৫ নভেম্বর আমেরিকায় হাড্ডাহাড্ডি ভোটের লড়াই। এ পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে জনমত সমীক্ষায় এগিয়ে গেছেন কমলা হ্যারিস। প্রাথমিক অনুমান, কমলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে রয়েছেন মহিলা ভোটাররাই। গত ২৮-৩১ অক্টোবর এই গণনা হয়। এতে অংশ নেন মোট ৮০৮ জন ভোটার। শনিবার প্রকাশিত হয় ফলাফল, যাতে ৪৭ শতাংশ কমলা ও ৪৪ শতাংশ সমর্থন ট্রাম্পের পক্ষে। এমারসন কলেজের সমীক্ষা অনুযায়ী, পুরুষ ও নিরপেক্ষ ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি জোরালো সমর্থন। তবে ৩০ বছরের কমবয়সী ভোটাররা ঝুঁকে কমলার দিকে।