আমুদরিয়া নিউজঃ শীতের রাতে গরম ভাত রান্না হয়েছিল। গরম গরম ভাত খেয়ে ঘুমিয়ে পড়বেন ভেবেছিলেন গৃহস্থ বাড়ির লোকজন। কিন্তু তা আর হলো না। বাড়িতে এসে হাজির অনাকাঙ্ক্ষিত অতিথি বুনো হাতি। তা জানতে পেরে ভয়ে তটস্থ বাড়ির লোকজন অন্যত্র ভাগারাম। অন্যদিকে ওই বুনো হাতি প্রথমে সেই বাড়িতে থাকা নারকেল গাছের ডালপালা দিয়ে ডিনার শুরু করে। শীতের রাতে এই সব দিয়ে কি আর চলে, নজর যায় সোজা রান্না ঘরে দিকে। এরপর রান্না ঘর গুড়িয়ে দিয়ে উনুনের পাশে রাখা এক ডেস্কি ভর্তি গরম ভাত সাবাড় করে ওই বুনো হাতি। প্রায় আধ ঘন্টা ধরে সেখানে দাপাদাপি করে।
তারপর স্থানীয় বাসিন্দারা দলবদ্ধ হয়ে টর্চ জ্বালিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকা ছেড়ে পালিয়ে যায় হাতিটি। সোমবার রাত এগারোটা নাগাদ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের খাউ চাঁদপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খাউ চাঁদপাড়া হিন্দি স্কুল সংলগ্ন সানিরাম ভগৎ এর বাড়িতে হামলা চালায় বুনো হাতিটি। তার বাড়ির রান্না ঘর তছনছ করে এক ডেস্কি গরম ভাত সাবাড় করে পালিয়ে যায় বুনোটি।
প্রতিবেশী শিবারাম ভগৎ জানান, ওই এলাকায় মাঝে মধ্যে হাতি আসে। সেদিন রাত ১১ টা নাগাদ সানি রামের বাড়িতে তান্ডব চালায় হাতিটি। গৃহকর্তী রাতে খাবার জন্য গরম ভাত রান্না করেছিল। কিন্তু খাবার আগেই হাতি এসে এক ডেস্কি গরম ভাত সাবাড় করে দেয়। কিছুক্ষণ পর এলাকাবাসী সেখানে জড়ো হলে হাতিটি পালিয়ে যায়। শীতের রাতে গৃহস্থের খাবারের জন্য রান্না করা গরম ভাতে ভাগ বসিয়ে উদর পূর্তি করে কি আনন্দটাই না পেয়েছে হাতিটি, তা একমাত্র সেই জানে!