আমুদরিয়া নিউজ: আজ, বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। ধামরা ও ভিতরকণিকার মাঝামাঝি কোনও জায়গায় তা হতে পারে। বাংলার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং লাগোয়া জেলায় দুর্যোগ হতে পারে। তাই এদিন মন্ত্রিসভার বৈঠক ককরার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান, তিনি নবান্নে থেকে মনিটর করবেন পরিস্থিতি।
