আমুদরিয়া নিউজ : রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। হাত দেখিয়ে দুদিকের গাড়ি দাঁড় করাচ্ছেন তিনি। তবে তিনি লিফ্ট চান না। তেমন বিপদের কিছুও নেই সামনে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয় ধরা পড়ল তরুণীর এই রকম প্রবৃত্তি। তবে তাঁর এই আচরণের কারণ কী ? জানা গেল, কয়েকটি বাচ্চা সমেত একটি মাদি হাঁস রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। তাই তরুণী দুদিকের গাড়ি থামিয়ে হাঁসগুলিকে রাস্তা পার হওয়ার জন্য জায়গা করে দিচ্ছিলেন। এক লম্বা লাইন ধরে মায়ের পিছু পিছু ছোট্ট হাঁসগুলি অবশেষে রাস্তা পার হল। তরুণীর মানসিকতা দেখে তাঁর তারিফ না করে পারেননি নেটিজেনরা। হাঁসগুলিও হয়তো মনে মনে ওই তরুণীকে ধন্যবাদ জানিয়েছে।
