আমুদরিয়া নিউজঃ এবার লক্ষ্মী লাভ হবে দিল্লির মহিলাদের। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভান্ডারের ধাঁচে এবার দিল্লির মহিলাদের দেওয়া হবে মাসে ১০০০ টাকা সহায়তা! ২৫ শের বিধানসভা নির্বাচনকে টার্গেট করে দিল্লির আম আদমি পার্টির তরফে এমনি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে শুক্রবার রেউরি পে চর্চা নামে কর্মসূচির কথা ঘোষণা করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
এদিন তিনি ঘোষণা করেন দলীয় কর্মীরা ভোটারদের জন পরিষেবা সম্পর্কে অবহিত করতে দিল্লি জুড়ে ৬৫ হাজার জনসভা করবে। এই পরিষেবার আওতায় রয়েছে বিনামূল্যে জল, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা ও বৃদ্ধদের জন্য তীর্থ যাত্রা প্রকল্প। এছাড়া লক্ষ্মী ভান্ডারের অনুকরণে প্রতি মাসে মহিলাদের ১০০০ টাকা করে সহায়তার কথাও বলেন কেজরিওয়াল।