আমুদরিয়া নিউজ : অবশেষে ১৯ তম বিশ্ব ডুয়ার্স উৎসব নিয়ে দিনক্ষণ চূড়ান্ত হল। ইংরেজি নতুন বছরের শুরুতে ডুয়ার্স উৎসবে মাততে চলেছে আলিপুরদুয়ার জেলাবাসী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ১৯ তম ডুয়ার্স উৎসব মেলা। ১২ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। প্রতি বছরের মত এবারও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। বেশ কিছু দিন ধরে এবছর ডুয়ার্স উৎসব নিয়ে নানা ধরণের গুঞ্জন শোনা যাচ্ছিল। সব শেষে এদিন উৎসব সমিতি ও জেলা প্রশাসনের সকলের সম্মতিতে ২ জানুয়ারি থেকে ডুয়ার্স উৎসব শুরু করার সিদ্ধান্ত হয়। শনিবার আলিপুরদুয়ার মহকুমা শাসকের অফিসে সকলের উপস্থিতিতে এই উৎসব নিয়ে বৈঠক হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন উৎসব সমিতির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী,আলিপুর দুয়ার পুরসভার পুর প্রধান প্রসেনজিৎ কর,মহকুমা শাসক দেবব্রত রায় সহ আরও অনেকে।এদিনের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তৃণমূল কংগ্রেসের রাজ্যে সভার সাংসদ প্রকাশ চিক বরাইক। উৎসব সমিতির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী ডুয়ার্স উৎসব এবং এদিনের বৈঠক নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বরাইককে ধন্যবাদ জানান। এবছর এই উৎসবকে আরও সুন্দর করে তুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।