আমুদরিয়া নিউজ : বাংলাদেশের ঘটনা নিযে এবার গোটা বিশ্বে জনমত কতটা জোরাল হচ্ছে সেটাই আবার স্পষ্ট হবে আগামীকাল, রবিবার। ইসকনের উদ্যোগের রবিবার বিশ্ব জুড়ে শান্তি প্রার্থনা এবং কীর্তন হবে। ভারত তো বটেই, বাংলাদেশেও প্রার্থনা হবে।
এশিয়ার অন্যান্য দেশে, ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকা, আফ্রিকাতেও ইসকন ওই প্রার্থনা করবে। সকলকে প্রার্থনায় অংশগ্রহণে অনুরোধ করেছে ইসকন। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পরে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ বাড়ছে। কদিন আগে ইসকনের চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়।