আমুদরিয়া নিউজ : দীপাবলি উপলক্ষে দিল্লিতে একটি কারখানায় আলো লাগানোর কাজ করছিলেন দুই কর্মী। সঙ্গী কর্মীর থেকে রুটি চাইলে তা দিতে রাজি না হওয়ায় তাকে পাঁচতলা থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। পড়ে যাওয়া যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম রাম প্রকাশ। প্রাথমিক ভাবে পলাতক হলেও ঘটনায় অভিযুক্ত আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।