আমুদরিয়া নিউজ : বাংলাদেশের রাজধানী ঢাকায় ইদানীং চুরি-ছিনতাই বেড়ে গিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের একাংশের। কোথাও ল্যাপটপ ছিনিয়ে নেওয়া হচ্ছে। কোথাও ব্যাটারিচালিত যান থামিয়ে মোবাইল, টাকা লুট করা হচ্ছে। দেশি বন্দুক দেখানোর ঘটনাও রয়েছে। বাংলাদেশ পুলিশ উদ্বিগ্ন বাসিন্দাদের আশ্বস্ত করে জানিয়েছে, বিশেষ নজরদারি শুরু হয়েছে।