আমুদরিয়া নিউজ : পিরামিডের কথা তো আমরা সবাই জানি। এবার একদল গবেষক রাডার ব্যবহার করে পিরামিডের নিচে নাকি বিশাল এক শহরের ভগ্নাবশেষ আছে বলে দাবি করেছেন। বিদেশি সংবাদ সংস্থার জানিয়েছে, মিশরের পিরামিড মানেই নানা রহস্য। এবার সেই রহস্য যেন আরও বেড়ে গেল। গবেষকরা দাবি করেছেন, রাডার সরঞ্জাম ব্যবহার করে, তারা ভূপৃষ্ঠের হাজার হাজার ফুট নীচে হাই রেজোলিউশনের ছবি তৈরি করেছেন। তাতে ২১০০ ফুট নিচে এবং আরেক জায়গায় ৪০০০ ফুট নিচে প্রাচীন শহরের অস্তিত্ব রয়েছে। কিন্তু, মিশরের বেশ কয়েকজন প্রত্নতাত্ত্বিক এবং একজন প্রাক্তন মন্ত্রী ওই দাবি ভিত্তিহীন বলেছেন। তাঁরা এগুলিকে “ভুয়া খবর” বলে উড়িয়ে দিয়েছেন।
