আমুদরিয়া নিউজ : উত্তরবঙ্গেও কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে এদিন দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন চার-পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বা টানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।