আমুদরিয়া নিউজ : ইরানে অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয চত্বরে প্রতিবাদ করেছিলেন এক তরুণী। তাঁকে সঙ্গে সঙ্গে আটক করে নিরাপত্তা রক্ষীরা সে দেশের পুলিশের হাতে তুলে দিয়েছিল। তার পর থেকে তরুণীর আর কোনও হদিস মিলছে না। যে ঘটনায় গোটা বিশ্বের নানা মহলে উদ্বেগ ছড়িয়েছে। আ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই তরুণীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে বলে দাবি করেছে। ইরান সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও সংবাদ মাধ্যমে আসেনি। ২০০২২ সালে ইরানে হিজাব বিধি নিয়ে কড়াকড়ির প্রতিবাদ করেছিলেন মাহসি আমিনি। তাঁকে পুলিশ নিয়ে যাওয়ার পর দিনই তাদের হেফাজতে তাঁর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। মহিলারা রাস্তায় নামেন। অনেককে ধরে মৃত্যু দণ্ড দেয় ইরান সরকার। এবার পোশাক বিধি, কথা বলা নিয়ে মহিলাদের উপরে ব্যাপক কড়াকড়ি করেছে তালিবান সরকার। তারই প্রতিবাদে ওই তরুণী অন্র্বাস পরে হেঁটেছিলেন নাকি তাঁর উপরে সেনা-পুলিশের কোনও অত্যাচারের প্রতিবাদে অন্তর্বাস পরে হেঁটেছেন তা নিয়ে আলোচনা এখন বিশ্ব জুড়ে।