আমুদরিয়া নিউজ : মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ করছে তদন্তকারী দল। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলের আশপাশে সক্রিয় থাকা মোবাইল নম্বরগুলোর ডেটা স্ক্যান করে কিছু তথ্য মিলেছে। প্রায় ১৬ হাজার মোবাইল সক্রিয় ছিল ওই এলাকায়। তার পরে বেশ কয়েকটি মোবাইল বন্ধ হয়ে গিয়েছে। মৌনী অমাবস্যার সময় ২৯ এবং ৩০ জানুয়ারি মাঝরাতের ঘণ্টা দুয়েক পরে প্রয়াগরাজ মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। অন্তত ৩০ জন মারা যান। ৬০ জন জখম হন।