আমুদরিয়া নিউজ : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেথ হাসিনার বাসভবন মানে গণভবনকে তাঁকে উৎখাতের যে আন্দোলন হয়েছিল, তার নানা দৃষ্টান্ত দিয়ে মিউজিয়মে পরিণত করা হবে। সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইুউনূস এ কথা জানান।
তিনি জানান, আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানাতেই ওই সিদ্ধান্ত। ওই মিউজিয়মে কি থাকবে! অন্তর্বর্তী সরকার জানাচ্ছে, সেখানে আয়নাঘর নামক এক বন্দিশালায় কীভাবে অত্যাচার হতো, কীভাবে প্রতিবাদীদের ডেকে নিয়ে গুম খুন করা হতো, কীভাবে আন্দোলন দমনের নামে হত্যা করা হয়েছে, সে সবই মিউজিয়মে তুলে ধরা হবে।