আমুদরিয়া নিউজ : আসন্ন দিল্লির বিধানসভা ভোটে আপ কোনও অবস্থায় কংগ্রেসের সঙ্গে জোট করবে না বলে জানিয়ে দিল। মঙ্গলবার হরিয়ানায় ভোটের ফল প্রকাশ হয়েছে। সেখানে বিজেপি ফের ক্ষমতায়। কংগ্রেস ৩৭টি আসনেই থমকেছে। ওই হরিয়ানায় আপ কংগ্রেসের সঙ্গে সমঝোতা চাইলেও তারা রাজি হয়নি। আপ সেখানে প্রার্থী দিলেও কেউ জেতেনি।
এবার আপ নেতারা জানিয়ে দিলেন , তাঁরা দিল্লিতে কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতায় যাবেন না।ভাগাভাগিতে যাবে না আপ। আজ দলের মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর এই কথা সাফ জানিয়ে দেন।