আমুদরিয়া নিউজ ডেস্ক: নিম্নচাপের প্রভাবে শনিবার রাজ্যের বেশির ভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।
আবহাওয়া বিভাগ সূত্রে খবর, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। কোনও কোনও জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামনের সপ্তাহের দিনগুলিতে গরম অনুভূত হবে। পুজোয় দুর্যোগের কোনও সম্ভাবনা আপাতত নেই বলে জানানো হয়েছে। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

পুজোয় দুর্যোগ হবে না, বলল আবহাওয়া দফতর
Leave a Comment