আমুদরিয়া নিউজ : ডানা আছড়ে পড়বে পুরীর থেকে অনেকটা দূরে। সমুদ্র ফুঁসে উঠলেও পুরীর মন্দিরের কোনও ক্ষতি হবে না বলে মনে করেন জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দয়িতাপতি৷ তিনি জানান, বাবা জগন্নাথের কৃপায় মন্দির খোলাই রাখা হবে। আশা করি, তাঁর কৃপায় মন্দিরের কোনও ক্ষতি হবে না।
