আমুদরিয়া নিউজ : মেঝেতে টুল পেতে ছুরি দিয়ে চিজ কাটছিলেন এক ব্যক্তি। কাটতে কাটতে এক টুকরো চিজ পরে যায় মাটিতে। পিছনে ছিল পোষ্য কুকুরটি। বাইক ভর দিয়ে এক পা এক পা করে এগিয়ে আসে কুকুরটি। চিজের টুকরোটি থাবা দিয়ে চেপে ঢেকে দেয়। কেউ দেখেনি এমন ভাব করে। মালিকও তক্কে তক্কেই ছিলেন। পোষ্যটির থাবা সরিয়ে টপ করে তুলে নেন চিজের টুকরোটি। এবার পোষ্যটি দুহাত দিয়ে মুখ ঢেকে নেয়। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, প্ল্যান ভালই ছিল, তবে শেষ রক্ষা হল না।
