আমুদরিয়া নিউজ : বিস্ফোরিত চোখ। সারা মুখে কালি। কপালে লাল সিঁদুরের টিপ, খোলা জিভ। আর হাতে ধারাল অস্ত্র। যেন সাক্ষাৎ মা কালীর প্রতিমূর্তি! অমিতাভ বচ্চনের বাড়ি জলসার সামনে এমনই এক মহিলার উপস্থিতি আর তাঁর ছবি ঘিরে তুমুল চর্চা নেট দুনিয়ায়। সবাই নাম দিয়েছেন মঞ্জুলিকা। তবে আদতে তাঁর পরিচয়, উদ্দেশ্য কোনটাই জানা যায়নি। মহিলার এমন রূপ দেখে হকচকিয়ে যান সেখানে উপস্থিত লোকজন। পরিস্থিতি সামাল দেন নিরাপত্তারক্ষীরা।