আমুদরিয়া নিউজঃ ভারতীয় ক্রিকেটে শচীন তেন্ডুলকরের অবদানের কথা সর্বজন বিদিত। অনেক দক্ষ ক্রিকেটার শচীনকে ক্রিকেটের ভগবান আখ্যায়িত করেছেন। তবে এটা জানলে অবাক হবেন, বিহারের কইমুর জেলা; যেখানে শচীন তেন্ডুলকরকে দেবতা রুপে ভক্তি করে একটি মন্দির বানানো হয়েছে। মন্দিরের ভিতরে শচীনের একটি মূর্তি রয়েছে। ভারতীয় দলের নীল রঙের জার্সিতে শচীনের হাতে শোভা পাচ্ছে ২০১১ সালে জেতা ওয়ার্ল্ড কাপ ট্রফি। শুধু মন্দির বানানোই নয়, তেন্ডুলকরকে সম্মান জানিয়ে সেখানে প্রতিদিন ভক্তি সংগীত আরতি করা হয়।