আমুদরিয়া নিউজ : এতদিন কখনও মিশর, কখনও অনব্য় কোনও দেশ গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছিল। তাতে হামাসের কোনও উচ্চবাচ্য শোনা যায়নি। এবার হামাসের এক সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি মঙ্গলবার একটি টেলিভিশন ভাষণে বলেছেন যে গাজার জনগণের দুর্ভোগের অবসান এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে পারে এমন যে কোনো চুক্তির জন্য আলোচনায় তাঁরা আগ্রহী। এ নিয়ে তার গ্রুপ ইতিমধ্যে কিছু মিটিং করেছে। আরও মিটিং করবে বলে জানান তিনি। রবিবার, মিশরের রাষ্ট্রপতি আবদেল-ফাত্তাহ আল-সিসি একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য দশ দিনের মধ্যে আলোচনার প্রস্তাব দেন। তাতে প্যালেস্টাইনের বন্দিদের জন্য ইসরায়েলের অপহৃতদের বিনিময়ের বিষয়টি ছিল। তাতে ইজরায়েলের সাড়া মেলেনি। গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে মিশর, কাতার এবং আমেরিকা গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।