আমুদরিয়া নিউজ ব্যুরো: পর পর দুদিন পেজার ও মোবাইল ফোনে বিস্ফোরণ ঘটেছে লেবাননের বেইরুটে। তাতে হিজবুল্লাহ গোষ্ঠীর অনেকের প্রাণহানি হয়েছে। জখম অনেকে। তারই পাল্টা হিসেবে শুক্রবার হিজবুল্লাহ গোষ্ঠী ইজরায়েলের উত্তরভাগে রকেট হামলা চালিয়েছে। এই হিজবুল্লাহ গোষ্ঠী সংশস্ত্র লড়াই চালা্চছে অনেকদিন ধরেই।
ইরানের প্রত্যক্ষ মদতে রয়েছে ওই গোষ্ঠীর পেছনে। ইজরায়েলের রকেট হামলার খবরের বিষয়টি জানা গেলেও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মোবাইল চোর সন্দেহে ভার্সিটির মধ্যেই একজনকে পিটিয়ে মারল ছাত্ররা।