আমুদরিয়া নিউজ : দিল্লির বিধানসভা ভোট খুব দূরে নয়। তার আগে দিল্লিতে ৬০ বছর ও তার চেয়ে বেশি বয়সীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সঞ্জীবনী যোজনা নামের ওই প্রকল্পে দিল্লির যে সমস্ত নাগরিকের বয়স ৬০ বছর অথবা তার চেয়ে বেশি, তাঁরা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।
তিনদিনের মধ্যে ওই প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। আগামী বিধানসভায় আম আদমি পার্টি জিতলে ওই প্রকল্প চালু করা হবে।