আমুদরিয়া নিউজ : আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার আলোচনার পরে যৌথভাবে ইরানকে কড়া হুঁশিয়ারি দেন। মঙ্গলবার ১ অক্টোবর সংবাদ সংস্থা তা প্রচার করেছে।
দুই নেতাই সতর্ক করে হবলে দিয়েছেন, ইরান যদি সরাসরি ইসরায়েলে হামলার চেষ্টা চালায় তা হলে দেশটিকে ভয়ঙ্কর পরিণতি ভুগতে হবে। লেবানন জুড়ে হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। তার কড়া সমালোচনা করেছে ইরান। লেবাননে গত দুই সপ্তাহে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।লেবাননের কর্মকর্তাদের মতে গত দুই সপ্তাহে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে