আমুদরিয়া নিউজ : একদিন আগে লোকসভায প্রবেশ করেছিলেন কাঁধের ব্যাগে লেখা ছিল প্যালেস্টাইন। এবার মঙ্গলবার দেখা গেল তিনি যে ব্যাগ নিয়ে লোকসভায় ঢুকছেন তাতে লেখা বাংলাদেশ। এই সাংসদের নাম হল প্রিয়াঙ্কা গান্ধী।
সোমবার প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ঢোকায় বিজেপির সমালোচনার মুখে পড়েন। তাতেও অবিচল প্রিয়াঙ্কা। এদিন তাঁকে দেখা যায় বাংলাদেশ লেখা ব্যাগ কাঁধে সংসদে ঢুকছেন। সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী সাংসদের ব্যাগে লেখা রয়েছে, আইনপ্রণেতা প্রিয়াঙ্কা হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান। প্রিয়াঙ্কা জানান, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু এবং খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়ে ভারত সরকারকে জোরালো অবস্থান নিতে হবে। তিনি এটাও জানিয়ে দেন, ভারত সরকারকে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নির্যাতিতদের সবরকম সহযোগিতা করতে হবে।
গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের লড়াই চলছে। এতে এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি প্যালেস্টাইনের নাগরিক নিহত হয়েছেন। লক্ষাধিক জখম। তাই যে দিন প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে যান প্রিয়াঙ্কা, তাঁকে বিজেপি নেতারা কটাক্ষ করে বলে দেন, প্যালেস্টাইন নিয়ে কথা বললেও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কেন নিশ্চুপ প্রিয়াঙ্কা। এরই যেন উত্তর দেন তিনি এদিন।