আমুদরিয়া নিউজ : এবার ভোটের প্রচারে উঠল এক শিল্পপতির ছেলের বিয়ের প্রসঙ্গ। তাও কে তুললেন! ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হরিয়ানা বিধানসভার ভোটের প্রচারে গিয়ে বাহাদুরগড়ে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেন, দেশে এমন আর্থিক কাঠামো তৈরি হয়েছে, যা শিল্পপতিদের তাদের সন্তানদের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করার রাস্তা তৈরি করে দিয়েছে। তিনি এর পরেই ওই শিল্পপতির নাম করে প্রশ্ন ছোঁড়েন, বলেন, ওই বিয়ে দেখেছেন! যে বিয়েতে কোটি কোটি টাকা খরচ হয়েছে। এটা কার টাকা! এটা আপনার টাকা।
এর পরে তাঁর দাবি, একজন কৃষক ধারদেনা করে বিয়েতে ২৫ জনকে ডাকতে পারেন। সেটা শোধ করতেই বুড়িয়ে যান। আর শিল্পপতিরা কোটি কোটি টাকা খরচ করেন, এটা তো সংবিধানে যে সাম্যের কথা আছে তা লঙ্ঘন করে বলে দাবি করেন রাহুল।