আমুদরিয়া নিউজ: প্রতিবছর বোল্লাকালীপুজোয় লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে। শিলিগুড়ি সহ বাংলার বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা এখানে পুজো দিতে আসেন। শুক্রবার রাতে পুজো শুরু হয়েছে। চলবে রবিবার পর্যন্ত। তবে এবছর, ভক্তদের অভিযোগ, মন্দির কমিটি ভালোভাবে কোন ব্যবস্থা নেয়নি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এমনকি ভিআইপি পাস নিয়ে দাঁড়িয়ে থাকা ভক্তদের লাইনেও হয়েছে ধাক্কাধাক্কি। হুড়োহুড়িতে জখম হন ভক্তরা। অবশ্য এ ব্যাপারে মন্দির কমিটির সদস্যরা জানান পরে যাতে ভক্তদের এ ধরনের অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখা হবে।