আমুদরিয়া নিউজ : তিন দিন আগে আগ্রায় নিজের ঘরে মেলে ফ্লাইং লেফটেনান্ট দীনদয়াল দীপের দেহ। আত্মহত্যা বলেই সন্দেহ পুলিশের। এর পরে ১৫ অক্টোবর দিল্লির সেনা আবাসন থেকে মেলে দীনদয়ালের স্ত্রী রেণুর ঝুলন্ত দেহ। সঙ্গে সুইসাইড নোট। তাতে লেখা স্বামীর সঙ্গে হাতে-হাত রেখে যেন শেষকৃত্য হয়।
