ডিভোর্সকে কে লিয়ে কুছভি করেগা
দুই সাংবাদিক। নিকি আর ঋষভ। দুজনে টিভি চ্যানেলে চাকরি করে। প্রাইম টাইমের সাংবাদিক হওয়ার জন্য নিত্যনতুন চেষ্টা করে। এভাবেই একদিন দুজনে একটি ম্যারেজ রেজিস্ট্রি অফিসের দুর্নীতি ধরার জন্য ভুয়ো দম্পতি সাজার পরিকল্পনা করে। তারা দেখানোর চেষ্টা করতে চায় সেখানে টাকা দিলে বিয়ের সার্টিফিকেট বা ডিভোর্স পাওয়া যায়। এটা করতে গিয়ে দুজনে নিজেদের আসল সার্টিফিকেট জমা দেয়। এবং কাগজপত্রে দুজনের বিয়ে দেখিয়ে দেওয়া হয় রেজিস্ট্রি অফিস থেকে। ভুয়ো দম্পতি সাজতে গিয়ে আসলেই দুজনের সরকারিভাবে বিয়ে হওয়ায় দুজনেই নতুন মুশকিলে পড়ে। তা জানাজানি হলে দুই পরিবারের সমস্যা হতে পারে। সোসাইটিতে হতে পারে। দুজনে তখন ডিভোর্সের জন্য আসরে নামে। শেষ অবধি কী হল জানতে ওয়েব সিরিজটি দেখতে হবে।
ভয়াল, বাংলাদেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা
বাংলাদেশের সিনেমার ইতিহাসে প্রাপ্তবয়স্ক সার্টিফিকেট প্রাপ্ত প্রথম সিনেমা হল ভয়াল। আগামী ২৯ নভেম্বর মুক্তি পাবে। এতে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অন্যতম প্রধান চরিত্র ঝুনা রূপে দেখা যাবে নতুন দিনের অভিনেতা ‘ম্যাক বাদশা’কে। ইতমধ্যে ‘ভয়াল’ সিনেমার ‘মাখো মাখো’ গান প্রকাশের পর সোস্যাল মিডিয়ার নিউজ ফিডে প্রশংসায় ভাসছে ম্যাক বাদশা। শুভ কামনা রইলো ম্যাক বাদশা ও ‘ভয়াল’ এর জন্য।
এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান।
চার দম্পতির গল্পের মিল কোথায়, দেখুন মেট্রো ইন ডিনো
অনুরাগ বসুর সিনেমা মেট্রো ইন ডিনো 29 নভেম্বর মুক্তি পাবে। এই সিনেমায় চার দম্পতির কাহিনী দেখানো হবে। সব কটি কাপলের দাম্পত্যের নানা দিক থাকলেও কোথায় এক সুরে বাঁধা সেটা বুঝতে পারবেন।
সব মিলিয়ে বলা যায় মেট্রো ইন ডিনো হল একটি হিন্দি মিউজিক্যাল রোমান্টিক ড্রামা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর এবং সারা আলি খান, সহ অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কোঙ্কনা সেনশর্মা এবং আরও অনেকে সহায়ক ভূমিকায় রয়েছেন।