আমুদরিয়া নিউজ : কিছুদিন ধরেই ভোটার কার্ডে কারচুপি নিয়ে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হয়েছে বেশ কিছু ভুয়ো ভোটার। এবার ফের, কোচবিহার থেকে পাওয়া গেল একই এপিক নম্বরে তিন ভোটার কার্ড। আবার অন্য জায়গায় দেখা গেল তিনটি কার্ডের নম্বর আলাদা হলেও নাম একই। এই নিয়ে রাজনৈতিক চাপান্তরও শুরু হয়েছে।
