আমুদরিয়া নিউজ: তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সরকারি চাকরিতে সংরক্ষণ। চাকরি না জুটলে পেট চালানো দায় যে তাঁদের। সামরিক বাহিনী এবং রেলওয়ের মতো বিভাগে তৃতীয় লিঙ্গের মানুষের প্রবেশ তাঁদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এবং তাঁদের জীবনে অগ্রগতিতে সহায়তা করবে- এই ভাবধারায় বিশ্বাস রেখে লড়াই শুরু করেন ভারতের প্রথম ট্রান্সজেন্ডার বিচারক জয়িতা মন্ডল। ২০১৭ সালে ইসলামপুরের লোক আদালতে ট্রান্স সম্প্রদায় থেকে দেশের প্রথম বিচারক হন তিনি। নিজ সম্প্রদায়ের সদস্যদের সমস্যাগুলির প্রতি আরও সংবেদনশীল হওয়ার প্রস্তাব রাখেন তিনি।
পরের বছর অর্থাৎ ২০১৮ সালের শুরুতে ট্রান্সজেন্ডার কর্মী বিদ্যা কাম্বলেকে মহারাষ্ট্রের নাগপুরে একটি লোক আদালতে সদস্য বিচারক নিযুক্ত করা হয়। এরপর তৃতীয় ট্রান্সজেন্ডার বিচারক হন গুয়াহাটির বাসিন্দা স্বাতী বিধান বড়ুয়া। ঠিক তার পরেই একটি যুগান্তকারী সিদ্ধান্তে মহারাষ্ট্র সরকার বোম্বে হাইকোর্টে একটি প্রস্তাব রাখে, তৃতীয় লিঙ্গের সদস্যরা যাতে পুলিশ কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারে।