আমাদুরিয়া ডেস্কঃ মাথাভাঙার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। আজ মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে মাথাভাঙ্গায় প্রতিবাদী আন্দোলনের পরে প্রদ্যুত সাহা নামে এক সমাজ কর্মীকে হেনস্থা করার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন। ধৃতরা হলেন, আসিব আক্তার, শুভজিত ভৌমিক ও বিবেক সাহা। ওই তিন জনই মাথাভাঙা শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
ভিডিও দেখুন এখানে: https://youtu.be/wv4Cy8uEoTg
আরজিকর কাণ্ড নিয়ে গতকাল সন্ধ্যায় মাথাভাঙায় প্রতিবাদ সভা করে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী ও ভারতীয় গণনাট্য সংঘ বলে দুটি সংগঠন। নাচগান আবৃত্তি ছাড়াও সেখানে রাজপথের উপড়ে বিভিন্ন ধরনের অঙ্কন করে প্রতিবাদ জানানো হয়। কিন্তু সভা শেষে একদল তৃণমূল কংগ্রেস কর্মী এসে রাস্তার চটি চাটা বন্ধ করার কথা লেখা থাকায় আপত্তি জানায়। পাশেই থাকা প্রদ্যুত সাহা নামে এক যুবকের সাথে তা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ওই ঘটনা নিয়ে মাথাভাঙায় থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ অভিযোগ পাওয়ার সাথেই সাথেই ঘটনার তদন্ত করে তিনজনকে গ্রেপ্তার করে।