আমুদরিয়া নিউজঃ কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের রাস উৎসব শুরু হয়ে গিয়েছে। রাস ঘোরাতে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। পনেরো দিন ধরে হাজার হাজার মানুষ রাস ঘোরাতে ও মদনমোহন ঠাকুর দর্শন করতে আসবেন মন্দিরে। তাই মন্দিরের নিরাপত্তার কথা মাথায় রেখে কঠোর সুরক্ষার ব্যবস্থা করেছে কোচবিহার জেলা পুলিশ প্রশাসন। সমগ্র মন্দির ও সংলগ্ন এলাকায় পুলিশি প্রহরা থাকছে।
মন্দিরে ঢোকার গেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মদনমোহন মন্দির এলাকায় ৩২ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে জোর নজরদারি চলব। প্রতি বছরের মতো এবারও রাস উৎসব উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী মদনমোহন মন্দিরে আসবে। সবদিক বিচার করে মন্দিরের নিরাপত্তা আটোসাটো করেছে পুলিশ।