আমুদরিয়া নিউজ : আমেরিকায় রবিবার থেকে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা জানাচ্ছে, আমেরিকায় প্রায় ১৭ কোটি টিকটক ব্যবহারকারী অ্যাপে ঢুকলে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, আইনি প্রক্রিয়ায় টিকটক নিষিদ্ধ করা হয়েছে। তবে সেখানে আরও লেখা রয়েছে, টিকটক ফের চালু করার ব্যাপারে আলোচনা হতে পারে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির থেকে ইঙ্গিত মিলেছে। চিনা কোম্পানি বাইট ড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করেছে আমেরিকার সুপ্রিম কোর্ট। তাঁরা মনে করে এটি সে দেশের জাতীয় নিরাপত্তার পরিপন্থী।
তাই এর মালিকানা আমেরিকার কারও হাতে দিলে টিকটক ব্যবসা করতে পারবে বলে নির্দেশে বলা হয়। সেই নির্দেশ টিকটক মানতে রাজি হয়নি।