আমুদরিয়া নিউজ : পরোটা বানাচ্ছিলেন নতুন বিয়ে হওয়া স্ত্রী। স্বামী পাশে দাঁড়িয়ে জল ভরছিলেন বোতলে। স্বামীকে জিজ্ঞাসা করলেন, পরোটা চলবে? স্বামী নিরুত্তর। আবার জিজ্ঞাসা করলেন, পরোটা খাবে? স্বামী চুপ। অভিমান করে স্ত্রী ভাবলেন, তাঁর হাতের রান্না বোধহয় পছন্দ না। কিছুক্ষণ পর মনে হল, বরের মা হয়তো তাঁর ব্যাপারে উল্টো পাল্টা বলে হয়তো গোল পাকিয়েছেন। তবে বর নিশ্চুপই রইলেন। ফিরেও তাকালেন না। মিনিটখানেকের মধ্যে স্ত্রীর অভিমান গেল বেড়ে। ভাবলেন, কে জানে, তাঁর বরের আবার অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক-টম্পর্ক নেই তো? ভগবান কী আছেন? ততক্ষণে বর অস্ফুটে কিছু বলে মুখ ঘোরালেন। কান থেকে খুলে ফেললেন তাঁর নয়েস প্রুফ ইয়ারপডটি। স্ত্রীর রাগ পড়ল। তাঁর স্বগতক্তি, কানে গোঁজা থাকলে আর শুনবেন কী? নেটপাড়ায় ভাইরাল এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, মেয়েদের চিন্তা গভীর হয়।
