আমুদরিয়া নিউজ ব্যুরো : চোর-ডাকাত ধরতে সিসি ক্যামেরা বসানো হয়। রাস্তায় যানবাহন চিহ্নিত করতেও তা বসে। কিন্তু তা বলে নিজের মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তার মাথাতেই সিসি ক্যামেরা বসানো হবে!
এটাই হয়েছে পাকিস্তানে। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। তবে ক্যামেরাটি ওয়াইফাই দিয়ে কাজ করছে কি না তা স্পষ্ট নয়। তরুণী অবশ্য খুশি বলে জানিয়েছেন। তিনি জানান, বাবা তার চলাফেরার উপরে নজর রাখায় তিনি নিশ্চিত বোধ করেন।
আসলে পাকিস্তানে মেয়েদের নিরাপত্তা নিয়ে অনেক সময়েই নানা প্রশ্ন ওঠে। কিছুদিন আগে করাচিতে এক মহিলাকে কুপিয়ে খুন করা হয় প্রকাশ্যে। কিন্তু, কেউ আক্রমণ করলে সিসি ক্যামেরা কি তা রুখতে পারবে, সেই প্রশ্ন উঠেছে।