আমুদরিয়া নিউজ : তিনি ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই চিন, কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ করবেন। কেন তা করবেন কারও জানিয়েছেন তিনি।
তাঁর কথা অনুসারে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম হল ট্রুথ সোশ্যাল। সেখানে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেবেন।