আমুদরিয়া নিউজ : আজ থেকে শিলিগুড়িতে প্রথম তরাই হিমালয়ান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত হিলকার্ট রোডে হবে। বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত হ্যাপি স্ট্রিট অনুষ্ঠান চলবে। সন্ধে ৬টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে স্থানীয় শিল্পীদের ঐতিহ্যবাহী নাচ, লাইভ মৃৎশিল্পের সেশন এবং ফ্যাশন শো থাকবে। পশুপাখির প্রদর্শনীও থাকার কথা। এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং নানা সম্প্রদায়ের মিলনের দিকগুলি তুলে ধরছে এই উৎসব। এই উৎসবের অন্যতম উদ্যোক্তা হল দার্জিলিং জেলা প্রশাসন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। সারা দেশের সামনে, সারা দুনিয়ার সামনে তুলে ধরবে শিলিগুড়ির হ্যাপি স্ট্রিটকে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং দার্জিলিং জেলার ডিএম প্রীতি গোয়েলকে শিলিগুড়িবাসী ধন্যবাদ জানিয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরের কাছেও শিলিগুড়িবাসী কৃতজ্ঞ।
