আমুদরিয়া নিউজ : আজ ১ অক্টোবর। আন্তর্জাতিক প্রবীণ দিবস। গোটা বিশ্বের মতো ভারতেও দিনটি পালিত হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের ঘোষণা অনুযায়ী, এবারের দিনটি উদযাপন হবে মর্যাদাপূর্ণ বার্ধক্য এবং বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও তাঁদের সহযোগিতার ব্যবস্থা শক্তিশালী করা।
১৯৯০ সালের ১৪ ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘ ঘোষণা করে, বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন হবে। বিশ্বে প্রবীণদের সংখ্যা ক্রমশ বাড়ছে। জাপানে তো প্রবীণরা প্রায় ৩০ শতাংশ।