আমুদরিয়া নিউজ : এক মাস পরে আজ, মঙ্গলবার আর জি কর মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। কলকা্তার আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা ঘটে গত অগস্টে। তা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল দেশের সর্বোচ্চ আদালত।
প্রায় চার মাস ধরে এই মামলা চলছে সুপ্রিম কোর্টে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মামলার শুনানি হচ্ছিল। গত ৭ নভেম্বর ওই বেঞ্চের শেষ শুনানি হয়েছিল। পর দিন, ৮ নভেম্বর ছিল প্রাক্তন প্রধান বিচারপতির শেষ কাজের দিন। সোমবার, ১১ নভেম্বর দায়িত্ব নেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি দায়িত্ব নেওয়ার পর তাঁর বেঞ্চে এই প্রথমবার উঠতে চলেছে মামলা। প্রধান বিচারপতি নতুন বেঞ্চে রয়েছেন আরেক বিচারপতি সঞ্জয় কুমার।