আমুদরিয়া নিউজ : আছ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লা কালী পুজো। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বোল্লা গ্রামে এই পুজো কে ঘিরে ভক্তদের ব্যাপক উন্মাদনা দেখা যায়। আজ বোল্লা কালী মায়ের পুজোর পাশাপাশি তিন দিনের মেলা শুরু হচ্ছে। পুজো উপলক্ষে বিপুল পরিমাণ অলঙ্কারে সাজানো হবে বোল্লা কালী মাকে।
ভক্তদের দান করা সোনা-রুপো-হীরের অলঙ্কারে ঝলমল করবে মায়ের মৃন্ময়ী মূর্তি। বোল্লা কালী মাকে পরানো হবে সোনায় মোড়ানো হীরের টিপ, ১২০ গ্রাম ওজনের সোনার জ্বিহা, রুপোর মুন্ডমালা। পুজো কমিটির তরফে এবার মায়ের সাজের জন্য আছে ৫ কেজি রুপোর তৈরি পায়ের নুপূর। আজ সকালে মঙ্গলারতির মধ্যে দিয়ে মাকে জাগানো হবে।
সারাদিন ফলমূল, দই, মিষ্টি,মিষ্টান্ন ভোগ দেওয়া হবে মাকে। দুপুরে হবে চন্ডীপাঠ। রাত ১১ টা নাগাদ পুজো শুরু হবে, চলবে ভোর পর্যন্ত।
ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। মেলাও বসে গিয়েছে।
কয়েক লক্ষাধিক ভক্ত সমাগম হবে এই বোল্লা কালী মায়ের পুজোয়।