আমুদরিয়া নিউজ : ছটপুজোকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে কোচবিহারের তোর্সা নদীর ফাসির ঘাট ও সংলগ্ন অঞ্চলে। রাত পোহালেই ছটপুজো। কোচবিহার শহর ও সংলগ্ন এলাকার হাজার হাজার পূণ্যার্থী ছটপুজো করতে সমবেত হবেন এই ঘাটে। তাই কোচবিহার পুরসভার উদ্যোগে ঘাটে অস্থায়ী বাশেঁর সেতু থেকে শুরু করে আলোর ব্যবস্থা, চেঞ্জিং রুম, মেডিক্যাল ক্যাম্প, প্রশাসনের ক্যাম্প সহ বিভিন্ন দরকারী পরিষেবার যথাযথ বন্দোবস্ত করতে প্রস্তুতি তুঙ্গে। এদিন ঘাটে এইসব প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে আসেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, পুণ্যার্থীদের ছটপুজো করতে যাতে কোন রকম অসুবিধা না হয়, তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। সাগর দিঘিতে এবার পুজো না হওয়ায় সেখানে যারা পুজো করতেন তারা এই ঘাটে করবেন। তার জন্য আরেকটি অস্থায়ী সাকো তৈরি করা হচ্ছে। দ্রুততার সঙ্গে সব কাজ করা হচ্ছে। এছাড়া বিনপটটি ও চাঁদ মারী ঘাটেও আমরা ছটপুজোর ব্যবস্থা করেছি।
