আমুদরিয়া নিউজঃ আসন্ন কালীপুজো ও দীপাবলির কথা মাথায় রেখে অবৈধ নেশা ও জুয়ার ঠেক ভাঙতে মরিয়া কোচবিহার জেলা পুলিশ। শনিবার তারই এক ঝলক দেখা গেল। এদিন কোচবিহার শহর সংলগ্ন তোর্সা নদীর বাঁধের পারে অভিযান চালায় পুলিশ। কোতয়ালী থানার আই. সি তপন পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এদিন ওই এলাকায় আসে। ওই এলাকায় থাকা ৫-৬টি নেশার ঠেক ভেঙে গুড়িয়ে দেয় পুলিশ। পুলিশের এই অভিযানে ভীষণ খুশি এলাকাবাসী।
তাদের অভিযোগ, বহিরাগত লোকজন এখানে আসেন। সকাল সন্ধ্যা তারা এই সব ঠেকে বসে নানা ধরণের নেশা করছে। এলাকায় তার বাজে প্রভাব পড়ছে। এলাকার মেয়ে বউরা অনেক সময় আতঙ্কে থাকছে। এইভাবেই যাতে লাগাতার অভিযান চলে সেই দাবিও জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। পুলিশের পক্ষ থেকেও ওই এলাকায় আগামীদিনে লাগাতার অভিযান চালানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
নিরাপত্তা খতিয়ে দেখতে রাতের বেলা কখনও মেডিক্যাল কলেজ, কখনও ইন্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে, মধ্যরাতে নাকা চেকিং করতে পুলিশের তৎপরতা ভীষণভাবে চোখে পড়ছে। কোচবিহার জেলা পুলিশের বিশেষ করে কোতয়ালী থানার আই. সি তপন পালের নেতৃত্বে এমন অভিযানকে মানুষ কুর্নিশ জানাচ্ছে। নেশা ও নেশার ঠেক উচ্ছেদ অভিযানে পুলিশের এই ভূমিকায় খুশী নেশা বিরোধী আম জনতা।