আমুদরিয়া নিউজ : ফের মোহনের মৃত্যু, কোচবিহারের বাণেশ্বর মন্দির সংলগ্ন শিবদিঘিতে। ঘটনাটি বুধবার সকালের। উদ্ধার করা ২ টি মোহনের মধ্যে একটির মৃত্যু হয়েছে। মৃত মোহনের ময়না তদন্ত হবে। অপরটির চিকিৎসা হবে। অভিযোগ, জল ও মাটি দূষণের প্রভাবে মোহনের মৃত্যু হচ্ছে। যদিও ময়না-তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।