আমুদরিয়া নিউজঃ শেষের পথে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা। পনেরো দিনের মেলা শেষ হতে বাকি দুই দিন। তাই গত দুই দিন থেকে জমজমাট রাসমেলা। ভিড়ে থিক থিক করছে মেলা। বাকি কয়েক দিন ভিড় উপচে পড়বে বোঝা যাচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত বিশেষ করে গ্রামীণ এলাকা থেকে প্রচুর মানুষ মেলায় আসছে। ফলে জোরদার বেচাকেনা চলছে। এতে ব্যবসায়ীরাও খুশি। প্রায় সব ধরণের দোকানে জিনিসপত্র বিক্রি হচ্ছে। নৌকা, নাগরদোলা, ব্রেক ড্যান্স প্রভৃতিতে চড়ার জন্য মানুষের হিড়িক দেখা যাচ্ছে। চপ- তেলে ভাজা, ভেলপুরি, জিডিপির দোকানে লাইন পড়ে যাচ্ছে। ছোটদের খেলনা, মহিলাদের চুড়ি- মালা- কানের অলঙ্কারের দোকানগুলিতে প্রচন্ড ভিড়।
এছাড়া শীতবস্ত্র, ব্লাঙ্কেট প্রচুর বিক্রি হচ্ছে। মেলা কয়েক দিন বাড়লে ভালো মুনাফা হতো বলে মনে করছেন ব্যবসায়ীরা। পুরসভা ৫ দিন মেলা বাড়ানোর পক্ষে সিদ্ধান্ত নিলেও জেলা পুলিশ প্রশাসন আদৌ তাতে সহমত কি না সেই বিষয়টি সঠিক জানা যায় নি। তবে ওই সব কথা না ভেবে সাধারণ মানুষ রাসমেলায় মেতে উঠেছেন। গ্রামে এখন ধান কাটার মরশুম চলছে। অনেকের ধান কাটা শেষ। ফলে বাকি দিনগুলিতে রাসমেলা জন জোয়ারে ভাসবে তা বলাই বাহুল্য। আর মেলা বাড়লে বেশি অর্থ লাভ করবেন ব্যবসায়ীরা।