আমুদরিয়া নিউজ: ইংল্যান্ডের পুরুষ ফুটবলারদের মধ্যে ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছেন ব্ল্যাকপুল এফসির স্ট্রাইকার জেক ড্যানিয়েলস। বর্তমান ওয়্যারিংটন রাইল্যান্ডস-১৯০৬ দলের হয়ে নজরে এসেছেন ১৯ বছরের সমকামী এই ফুটবলার। এলজিবিটিকিউ+ কমিউনিটির তারকাদের সম্পর্কে সমাজের বদ্ধমূল ধারণা নিয়ে সরব হতে দেখা গেল তাঁকে।
সম্প্রতি আন্তর্জাতিক স্তরের প্রাক্তন সাঁতারু মাইকেল গানিংয়ের একটি তথ্যচিত্র ‘বিনিথ দ্য সারফেস’-এ এ নিয়ে কথা বলেন ড্যানিয়েলস। ২০ মিনিটের এই তথ্যচিত্রে তিনি স্বীকার করেন, একজন সমকামী হিসেবে নিজেকে মেনে নিতেই অনেকটা সময় লেগে যায়। তবে পরবর্তীতে অবশ্য একটা সুন্দর অনুভূতি হয়। ‘আমি একজন সমকামী’ এটা মনে করে নিজেকে নতুনভাবে ভালবাসতে শুরু করেন। ড্যানিয়েলস জানান, তথাকথিত ‘গে’ বন্ধু কোনদিনই ছিল না তাঁর। আর তাই প্রথমদিকে অজানা লাগত বিষয়টি। তবে তাঁর সমকামী পরিচয় জানার পর বন্ধু-বান্ধবরা সবসময়ই ভরসা জুগিয়েছেন। পূর্ণ সমর্থন করে এসেছেন তাঁকে।
ফুটবলের মত খেলায় ‘টক্সিক ম্যাসকুলিনিটি’ তথা বিষাক্ত পুরুষত্বের প্রভাব নিয়ে ‘বিনিথ দ্য সারফেস’-এ মুখ খোলেন ড্যানিয়েলস। এখনও আমাদের সমাজে ফুটবলকে পুরুষালি খেলা হিসেবে মানা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী পুরুষালি মানেই শক্তিশালী। সেক্ষেত্রে সমকামিতা দুর্বলতার প্রতীক। সমাজ এখনও এই চিন্তাধারা থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। এ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ও সহমর্মিতার বোধ জেগে ওঠা খুবই প্রয়োজন। এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের সপক্ষে একজন দৃঢ়চেতা আইনজীবী হয়ে মানুষের ভাবধারায় পরিবর্তন আনতে চান ড্যানিয়েলস।